Khoborerchokh logo

গাজীপুর মহানগরের মন্ডলবাড়ীর অবহেলিত রাস্তা পরিদর্শন ও সংস্কারের নির্দেশ : গাসিক মেয়র 397 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরের মন্ডলবাড়ীর অবহেলিত রাস্তা পরিদর্শন ও সংস্কারের নির্দেশ : গাসিক মেয়র

আলমগীর কবীর:
 শনিবার ৭ আগস্ট করোনা ভাইরাসের গনটিকা‘র উদ্ভোধন অনুষ্ঠান শেষে বিকালে গাজীপুর মহনগরের ৩৫নং ওর্য়াস্থ আই ইউ টি বিশ্ববিদ্যালয়ের পিছনের ওয়াল ঘেষে মন্ডলবাড়ী হয়ে সাইনবোর্ড কামারজুরী রাস্তার সংযোগ পযর্ন্ত প্রায় ২কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন পর্যন্ত অবহেলিত অবস্থায় ছিল । অত্র এলাকার মানুষের বর্তমান দুরাবস্থার কথা চিন্তা করে,গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম রাস্তাটি পরিদর্শনে আসেন । রাস্তার এতই দূরাবস্থা যে গাড়ী চলাচলের অনুপযোগী ।র্কাদামাক্ত রাস্তায় মেয়র পায়ে হেঁটে গিয়ে দু:খ প্রকাশ করে স্থানীয়দের সঙ্গে বলেন,আপনাদের এলাকায় আর্ন্তজাতিক মানের ৩টি বিশ্ববিদ্যালয় আছে । যেখানে হাজার হাজার শিক্ষিত মানুষের বিচরণ । অত্যন্ত পরিতাপের বিষয়,আপনাদের চলাচলের জন্য ভাল রাস্তা নেই । উল্লেখিত রাস্তার টেন্ডার অনেক আগেই হয়েছে কিন্তু কিছু লেবাসধারী,স্বার্থন্বেশী মানুষের কারনে রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে । এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা চিন্তা করে মেয়র আশ্বাস দেন আগামী ১৫-২০ দিনের মধ্যে উল্লেখিত রাস্তার কাজ শুরু হবে । 


মেয়র আরও আশ্বাস দেন অত্র এলাকার মন্ডলবাড়ী আল আকসা মসজিদের উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন ।
রাস্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,আমজাদ হোসেন মুকুল,সভাপতি,গাজীপুর জেলা প্রেসক্লাব, সাংবাদিক,এস এম আক্তার হোসেন দীপু, জাহাঙ্গীর আলম,৩৪নং ওর্য়াড কাউন্সিলর,রীনা হালিম,সাবেক,সংরক্ষিত মহিলা কাউন্সিলর,গাজীপুর সিটি কর্পোরেশন,ডা: আহসান কবীর,আনসার একাডেমী,আমিনুল ইসলাম,পরিচালক,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,আশরাফ আহম্মেদ,সহকারী কন্ট্রোলার,মনিরুজ্জামান,উপ রেজি: জাতীয় বিশ্ববিদ্যালয়,নাজমুল আলম,সহকারী রেজি: জাতীয় বিশ্ববিদ্যালয়,জাহিদুল ইসলাম,সেকশন অফিসার,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,আব্দুল হামিদ,আওয়ামীলীগ নেতাসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা । 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com